আজ আপনাদের সাথে এক আপুর গল্প শেয়ার করব; যিনি আগে জানতেন না যে তিনি ভুল মাপের ব্রা এতদিন ধরে পরে আসছেন আর তাই দীর্ঘদিন ধরে এই আপু কাঁধে ব্যাথার সমস্যায় ভুগছেন। তার এই ভুল ভাঙতে সহযোগিতা করেছে তার প্রিয় স্বামী আর একটি জনপ্রিয় অনলাইন ই-কমার্স শপ যারা নারীদের সঠিক মাপের ব্রা নির্ধারণ করে ব্রা কিনতে সহযোগিতা করে।
আপুরা কেমন আছো সবাই?? আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি।
গত কয়েকদিন খুব অসুস্থ ছিলাম; খুব কাঁধে ও ঘাড়ে ব্যাথা ছিলো। এই কয়েকদিন রেস্ট নিয়েছি। আমার বর আমার খুব যত্ন করেছে। আবার অনেক জ্ঞানও দিয়েছে। তোমাদের সাথে ভালো কিছু শেয়ার না করতে পারলেতো আমার মনটা অস্থির লাগে তাই চলে এলাম শেয়ার করতে। গত কয়েকদিন আমার খুব কাঁধে আর ঘাড়ে ব্যাথা ছিলো বলে আমার বর বলল, এসো তোমার কাঁধে ম্যাসাজ করে দেই তাহলে ভালো লাগবে। আমিও সোজা গিয়ে খাটে উপুড় হয়ে শুয়ে পরলাম।
আমার বর যেই না আমার পিঠে হাত দিল আর সাথে সাথে চিৎকার দিয়ে উঠল। বলল, এত টাইট ব্রা তুমি পরে রেখেছ কিভাবে??? ব্রা’র স্ট্র্যাপ লাইন সহ পিঠে লাল রক্তিম আভার মত হয়ে আছে! তোমার কষ্ট হচ্ছেনা?হ্যাঁ, হচ্ছে কিন্তু কি করব ; পরতেতো হবে। তাই বলে তুমি ভুল সাইজের ব্রা পরবে; যার ফলে তুমি অস্বস্তিতে থাকবে, আর তোমার কাঁধে আর ঘাড়ে ব্যাথা হবে!!!
আমি বললাম, তোমাকে কে বলল যে আমি ভুল সাইজের ব্রা পরেছি? আর ব্রা পরার সাথে কাঁধে আর ঘাড়ে ব্যাথার কি সম্পর্ক আছে? আমার বর বলল আছে, অবশ্যই আছে। এটা আমার কথা না, গবেষণা করে এই তথ্য পাওয়া গেছে।
গবেষণা থেকে এটাও পাওয়া গেছে যে শতকরা ৮০% মহিলারাই ভুল মাপের ব্রা পরে থাকেন।হায় আল্লাহ! এই ৮০% এর মধ্যে আমার বউও যে রয়েছে তা এখনই জানতে পারলাম। আমিতো ওর এসব কথা শুনে খুবই অবাক! ওর কথা শুনতে শুনতে কখন শোয়া থেকে উঠে বসেছি তা খেয়ালও করিনি। আমি অবাক হয়ে বললাম তুমি এগুলো কিভাবে জানলে? তখন ও উত্তরে বলল, আসলে জানার কোন শেষ নেই। দেখ তোমার পোশাকের মধ্যে এটি এমনই একটি পোশাক যার ব্যাপারে তোমার সচেতন হওয়া জরুরি। আমার এক অফিস কলিগ এবং তার ওয়াইফ এ ব্যাপারে খুবই সচেতন। যদিও সেদিন আমার কলিগের মাধ্যমেই আমি এই ব্যাপারটা জেনেছি। সেদিন উনি ভাবীর জন্য সারপ্রাইজ দিবে বলে https://enayashop.com/ -এ ব্রা অর্ডার করছিলো তখন পাশে আমি ছিলাম সবকিছু দেখলাম এবং শুনলাম; ওরা আবার গাইডও করে কোন ধরণের ব্রা কার জন্য ভালো আর সাইজ এর ব্যাপারে খুব সচেতন হয়ে ব্রা অর্ডার করা হয় সে ব্যাপারে পরামর্শ জানালেন।
আমার কলিগ যখন বলল তাদের কোন কোন লেখা বা গাইডলাইন আছে কিনা যেখান থেকে তার স্ত্রী এই বিষয়গুলোর ব্যাপারে নলেজ নিতে পারে তখন তারা তাদের পেজ, গ্রুপ এবং ব্লগগুলো ফলো করতে বলল তাহলে এই বিষয়ে সচেতনতা এবং শিক্ষামূলক অনেক তথ্য নাকি জানা যাবে। আমি তখনই ওয়েবসাইটের নামটা নোট রেখেছিলাম তোমার জন্য কিন্তু মনে ছিলোনা; তোমার কাঁধের এই অবস্থা দেখে মনে হল।
আমি আমার হাজবেন্ডকে বললাম আসলেই ব্রা, অন্তর্বাস বা আন্ডার গার্মেন্টস নিয়ে এত কিছু জানার ব্যাপার রয়েছে? আমার হাজব্যান্ড উত্তরে বলল ওরা কিন্তু কোন ভিত্তিহীন কথা বলেনি, রিসার্চে আসলেই এমন তথ্য পাওয়া গেছে তাই আমার কাছে ওদের সার্ভিস বেশ ভালো এবং যুক্তিযুক্ত মনে হয়েছে। ENAYA‘র মূল লক্ষ্য হল নারীদের আন্ডারগারমেন্টসের ব্যাপারে সচেতন করা এবং লজ্জা না পেয়ে তারা যেন সঠিক মাপের এবং সঠিক মানের অন্তর্বাসটি অনলাইনে কিনতে পারে সেভাবে সকলকে সহযোগিতা করা।
আমার বর তখনই অনলাইনে গিয়ে ওদের এসব তথ্যগুলো আমাকে পড়ে শোনাতে লাগলো আর আমার জন্য ওদের কাস্টোমার রিপ্রেজেনটেটিভ এর সাথে কথা বলে সাইজের ব্যাপারে গাইড লাইন নিয়ে আমার জন্য ব্রা অর্ডার করলো। ওদের ডেলভারিও খুব দ্রুত। আর সার্ভিস আমার সত্যিই ভালো লেগেছে। মজার কথা কিন্তু সত্যি কথা হলো, আমি আসলেই এতদিন ভুল মাপের ব্রা পরেছি যার ফলে এতদিন অনেক কষ্ট পেয়েছি। তবে হ্যাঁ, এখন আর পরছিনা।
ENAYA‘র সব গুলো ব্রা আমার খুব পছন্দ হয়েছে। খুবই আরামদায়ক এবং আমার কোন অস্বস্তি বা কাঁধে ও পিঠে ব্যাথাও এখন হচ্ছেনা। আমার এই অভিজ্ঞতা থেকে তোমাদের যদি উপকার হয় তাই আমার আপুদের কাছে ব্রা’র এই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলাম; যেন তোমরা কেউ যদি এমন কোন সমস্যার মুখোমুখি হও তাহলে enayashop.com -এ যোগাযোগ করে তোমাদের সমস্যার সমাধান খুঁজে পেতে পার।
সবাই অনেক ভালো থেকো আর সাবধানে থেকো আপুরা।